নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার ভোরে ৮ উইকেটের ব্যবধানে কিউদের হারিয়েছে টাইগাররা। পঞ্চম ও শেষ দিনে ইবাদত হোসেন ও তাসকিন আসমেদের বোলিং তোপে বেশিক্ষণ টিকতে পারেনি নিউজিল্যান্ড। মাত্র ১৬৯ রানে অলআউট হয় তারা। তাতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০ রান। আর সেটা ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ছুঁয়ে ফেলে।
প্রথমবার নিউজিল্যান্ডকে টেস্টে হারানোর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল জানালেন, প্রত্যাশার চাপ না থাকা উপকারই করেছে ক্রিকেটারদের।
তিনি বলেন, ‘এটা (বড় কিছুর প্রত্যাশা না থাকা) বিরাট সহায়তা করেছে। এখন জানি না আমাদের উপর প্রত্যাশা বেড়ে যেতে পারে যে পরের টেস্টও হয়ত জিতব, এরকম প্রত্যাশা হয়ত করতে পারেন। আমার কাছে মনে হয় এতবেশি প্রত্যাশা না করাই ভালো।’
টাইগার অধিনায়ক আরও বলেন, ‘আর সবচেয়ে ভালো ছিল যে, আমাদের প্রতি কোনো প্রত্যাশাই ছিল না। এটা ভালো যে আপনারা আমার কাছে প্রত্যাশা তেমন রাখবেন না। এমন ভাববেন না যে এক, দেড়, দুই বছরের মধ্যে আমরা পাঁচ-ছয় নম্বর দল হয়ে যাবো টেস্টে, এটাও প্রত্যাশা করবেন না।’
তবে বাংলাদেশের এমন দুর্দান্ত ও ঐতিহাসিক জয়ের সকল কৃতিত্ব দলের সব সদস্যকেই দিলেন অধিনায়ক মুমিনুল। টাইগারদের সাদা জার্সির দলনেতা জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, এটা একটা টিম ওয়ার্ক ছিল। সবাই এই ম্যাচ জিততে আগ্রহী ছিল। আমাদের সব ডিপার্টম্যান্ট ভালো করেছে। সবাই যার যার অবস্থানে তাদের সেরাটা দিয়েছেন।
সবাইকে কৃতিত্ব দিলেও বোলারদের প্রশংসা করতে ভুললেন না মুমিনুল। তিনি বলেন, আসলে আমাদের বোলারদের কারণে আমরা জিতেছি, তারা সঠিক জায়গায় বোলিং করেছে এবং সেই প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করেছে। আমরা জানি নিউজিল্যান্ডে যখন সূর্য অস্ত যায়, উইকেট স্পিন হয় এবং আমরা এই জিনিসগুলো কাজে লাগানোর চেষ্টা করি। ইবাদত তো অবিশ্বাস্য ছিল। অসামান্য প্রচেষ্টা ছিল তার। এখানে টেস্ট ম্যাচে আমরা শেষ কয়েকবার ভালো খেলতে পারিনি। আজ আমি এই জয় ভুলে যেতে চাই এবং আমাদের সামনে তাকিয়ে ক্রাইস্টচার্চ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। ’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ