বিগ ব্যাশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এবার আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তথা মেলবোর্ন স্টার্সের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। অ্যান্টিজেন টেস্টে তার শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এরপরই আরটি পিসিআর টেস্ট করা হয়েছে। তবে সেই রিপোর্ট এখনও আসেনি।
জানা গেছে, অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর ম্যাক্সওয়েলকে আইসোলেশনে রাখা হয়েছে। এখনও পর্যন্ত বিগ ব্যাশে ১৩ জন ক্রিকেটার সংক্রমিত হয়েছেন। শুক্রবার অ্যাডিলেড স্ট্রাইকসের বিরুদ্ধে খেলা রয়েছে মেলবোর্নের। সেই ম্যাচে হয়তো ম্যাক্সওয়েল খেলতে পারবেন না।
এর আগে মেলবোর্ন স্টার্সের সাত ক্রিকেটার ও আট সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছিলেন। অন্যদিকে সিডনি থান্ডার ক্লাবের চার ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে। তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে ক্লাব।
তবে তার জন্য লিগের ওপর কোনও প্রভাব পড়ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যেভাবে সব ক্লাবগুলো করোনা পরিস্থিতি সামলাচ্ছে তা প্রশংসার যোগ্য। প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে। কারও রিপোর্ট পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তাকে বিচ্ছিন্নবাসে রাখা হচ্ছে। তাই এই মুহূর্তে সূচি অনুযায়ী খেলা এগোবে।
বিডি প্রতিদিন/কালাম