কিউইদের বিরুদ্ধে টেস্টে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। একই সাথে তিনি বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাছির বলেন, নিউজিল্যান্ডের মাটিতে উপমহাদেশের দেশগুলো খুব একটা সুবিধা করতে পারে না। কিন্তু নবীন খেলোয়াড়দের গড়া টিম নিউজিল্যান্ডের মাঠে তাদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এজন্য টিম ম্যানেজমেন্টসহ সকলকে ধন্যবাদ। এভাবে এগিয়ে যাবে টিম বাংলাদেশ। সমালোচনা নয়, তাদের পাশে থেকে তাদের সমর্থন দিতে হবে। এ জয় বাংলাদেশের সকল জনগণের।
সকলকে ক্রিকেট দলের পাশে থাকার অনুরোধ করে নাছির বিবৃতিতে বলেন, আমাদের ক্রিকেটাররা ভালো করছে। ক্রিকেট পরাশক্তিগুলোকে হারানোর রেকর্ড আমাদের আছে। একটি দল সব সময় ভালো করবে এমন কথা নেই। তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আমাদের প্রত্যাশা একটু বেশি। তাই তাদের সাহস ও সমর্থন জোগাতে হবে।
বিডি প্রতিদিন/এমআই