শ্রীলংকার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের একটি বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। চলমান অ্যাশেজ সিরিজের সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে অ্যান্ডারসন এই কীর্তি গড়লেন।
বুধবার (০৫ জানুয়ারী) সিডনি টেস্টের প্রথম দিনে অজি ওপেনার মার্কাস হ্যারিসের উইকেট তুলে নেন জিমি অ্যান্ডারসন। আর তাতেই মুরলির রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনন্য এক নজির গড়েন এই ইংলিশ পেসার।
ইংল্যান্ডের হয়ে টানা ২০ বছরে অন্তত ১টি করে টেস্ট উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়লেন অ্যান্ডারসন। ২০০৩ সালে টেস্ট অভিষেকে থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর দেশের হয়ে টেস্ট ক্রিকেটে উইকেট নিয়েছেন জিমি। আগে এই রেকর্ড ছিল লঙ্কান স্পিনার মুরলিধরনের। তিনি ১৯৯২ থেকে ২০১০ পর্যন্ত টানা ১৯ বছরে অন্তত ১টি করে টেস্ট উইকেট নিয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        