আন্তর্জাতিক ক্রিকেটকে একদম হঠাৎ বিদায় জানালেন লঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপাকসে। পারিবারিক কারণের জন্যই সরে যাচ্ছেন তিনি এমন যুক্তি দিয়েছেন। কিন্তু সেই যুক্তিতে সায় দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেটমহলের অনেকেই।
বুধবার (০৫ জানুয়ারী) তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিজের অবসরের চিঠি দিয়েছেন। রাজাপাকসের অবসরের সিদ্ধান্তে কার্যত চমকে গেছে গোটা ক্রিকেট বিশ্ব। তবে তিনি পারিবারিক কারণ দেখিয়ে অবসরের কথা জানিয়েছেন।
নিজের অবসরের চিঠিতে লঙ্কান বোর্ডকে রাজাপাকসে বলেন, আমি একজন প্লেয়ার, স্বামী হিসেবে আমার দায়িত্বের কথা খুব যত্ন সহকারে বিবেচনা করেছি এবং পিতৃত্ব ও সংশ্লিষ্ট পারিবারিক কারণের জন্য এই সিদ্ধান্ত নিচ্ছি।
পারিবারিক কারণ দেখিয়ে রাজাপাকসে অবসর নিলেও ক্রিকেটবিশ্ব মনে করছে, এর পেছনে রয়েছে ক্রিকেটারদের জন্য শ্রীলঙ্কা বোর্ডের নতুন নির্দেশিকা। ঘটনা হলো, লঙ্কান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে নতুন নির্দেশিকা জারি করেছে।
যেখানে বলা হয়েছে, প্রতি মাসে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দিতে হবে। আর সেই টেস্টে পাস না করলে কাটা যাবে বেতন, এমনকি দল থেকেও বাদ পড়তে পারেন সেই ক্রিকেটার। ফলে শ্রীলঙ্কা বোর্ডের নতুন নিয়ম কিছুটা হলেও ভাবাচ্ছে রাজাপক্ষেকে।
ওয়াকিবহালমহল মনে করছে, সেই কারণেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এমনও বলা হচ্ছে, ফিটনেস বজায় রাখা রাজাপাকসের জন্য কঠিন কিছু ছিল না। কিন্তু যদি ফিটনেস পরীক্ষায় তিনি ফেল করেন, তবে তার বেতন কাটা যেতে পারে, জাতীয় দল থেকে বাদও পড়তে পারেন। তাই এই সকল আভ্যন্তরীণ অনেক বিষয়ই তার অবসরের পিছনে জুড়ে রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।
লঙ্কানদের হয়ে রাজাপাকসে ৫টি আন্তর্জাতিক একদিনের ম্যাচে খেলেছেন এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। একদিনের ম্যাচে একটি হাফসেঞ্চুরিসহ তার সংগ্রহ মোট ৮৯ রান। টি-২০ ম্যাচে তিনি করেছেন ৩২০ রান। রয়েছে ২টি হাফসেঞ্চুরিও। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে ৮ ম্যাচে ১৫৫ রান করে লায়ন্সদের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার ছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ