ম্যানচেস্টার সিটির প্রধান কোচ পেপ গার্দিওলা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ম্যানসিটি তাদের ওয়েবসাইটে এই খবর নিশ্চিত করেছে।
সাবেক বার্সা কোচের সঙ্গে তার সহকারী হুয়ানমা লিল্লোও করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবারের টেস্টে তাদের দু'জনের পজিটিভ আসে।
গার্দিওলা ও লিল্লো বর্তমানে আইসোলেশনে চলে গেছেন। শুক্রবার সন্ধ্যায় এফএ কাপের তৃতীয় রাউন্ড খেলতে সুইন্ডন টাউনে যেতে পারছেন না গার্দিওলা।
সিটির প্রথম দলের বাবলে আগেও করোনা হানা দিয়েছে। কোভিড সম্পর্কিত কারণে আইসোলেশনে থাকা ব্যক্তির সংখ্যা বেড়ে হলো ২১ জনে। এদের মধ্যে ১৪ জন ব্যাকরুম স্টাফ এবং সাতজন প্রথম দলের খেলোয়াড়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ