অস্ট্রেলিয়ান ওপেনের আগে বড় সমস্যায় পড়ে গেলেন পুরুষদের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। ভিসা সংক্রান্ত সমস্যায় মেলবোর্ন বিমানবন্দরে আটকে ছিলেন তিনি। তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া সরকার। কারণ তিনি টিকা নেননি।
তবে দমে যাওয়ার পাত্র নন জকোভিচও। ভিসা বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করলেন তিনি। তার ভিসা যাতে অনুমোদন করা হয় ও তাকে দেশে ফেরত না পাঠানো হয় তার আবেদন করেছেন জকোভিচের আইনজীবী। এই মুহূর্তে মেলবোর্নেই নিভৃতবাসে রয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
জানা গেছে, বৃহস্পতিবার (০৬ জানুয়ারী) ফেডেরাল সার্কিট কোর্টের দ্বারস্থ হয়েছেন জকোভিচের আইনজীবী। আদালত তাকে টেনিস তারকার পক্ষে প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ফেডেরাল সার্কিট কোর্টের বিচারপতি অ্যান্টনি কেলি জানান, জকোভিচের আবেদন এবং ভিসা বাতিল সংক্রান্ত ব্যাপারে শুনানি ১০ জানুয়ারি অবধি স্থগিত রাখা হল। ততদিন মেলবোর্নে ইমিগ্রেশন ডিটেনশন ফ্যাসিলিটিতে থাকবেন জকোভিচ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ