নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। পাশাপাশি স্বাগতিকদের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম জয়। এদিকে, দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শেষেই অবসরে যাচ্ছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেইলর। স্বাভাবিকভাবেই এমন পরাজয় হতাশ করেছে তাকে।
কিন্তু হতাশা কাটিয়ে বাংলাদেশের এই জয় বিশ্ব ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার বলে মনে করেন রস টেইলর। আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিউজিল্যান্ডের সফলতম এই ব্যাটার বলেন, 'নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে, আমার মনে হয় এটি (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো। অবশ্যই আমরা হতাশ যে আমরা তেমন কোনো লড়াই করতে পারিনি। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য, বাংলাদেশের উঠে আসা প্রয়োজন। এই জয় থেকে ওরা অনেক আত্মবিশ্বাস পাবে, শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছরে নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।'
বাংলাদেশের প্রশংসা করলেও ক্রাইস্টচার্চে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ টেইলর। টেইলর জানান, আমরা ১-০ ব্যবধানে পিছিয়ে। এখন আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। আর এমন মাঠে খেলাটা হবে, আমরা যেখানকার কন্ডিশন সমন্ধে জানি এবং অনেক সাফল্যও পেয়েছি। কিউরেটরের কাছে গড়পড়তা উইকেটই চেয়েছি এবং তিনি সায় দিয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ