ব্যাটিংয়ের এক ফাঁকে ব্যাটের ওপর ভর করে দাঁড়িয়ে ছিলেন মুমিনুল হক। তার পাশেই কোমড়ে হাত দিয়ে দাঁড়ানো নিউজিল্যান্ডের দীর্ঘদেহী পেসার কাইল জেমিসন। কিউই পেসারের দিকে মুখ তুলে তাকানো বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তবে হতাশ জেমিসনের দৃষ্টি দূরে কোথাও। মাউন্ট মঙ্গানুই টেস্ট চলাকালীন এমন একটি ছবি ভাইরাল হয়েছে।
দুই ক্রিকেটারের উচ্চতায় বিস্তর তফাৎ থাকায় অনেকেই ছবিটি শেয়ার করে মজার মজার ক্যাপশন দিয়েছেন। অনেকে আবার দুই দলের সামর্থ্য, অবস্থান বোঝাতেও এই ছবিটি ব্যবহার করেন। ছবিটি নিয়ে এবার টুইট করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ চান্দিকা হাতুরুসিংহে।
ছবিটি দেখে মনে হয়েছে মুমিনুল বেশ নিচে থেকেই ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জেমিসনের চোখে চোখ রাখতে চেয়েছেন। কিন্তু সেদিকে নজর দিচ্ছেন না কিউই পেসা। এই ব্যাপারটিই হাথুরুসিংহে তার পোস্টে লিখেছেন। ছবিটি পোস্ট করে লঙ্কান এই কোচ লিখেছেন, ‘হেই মিনি (মমিনুল), সে কি তোমাকে উপেক্ষা করছে? আর করবে না।’ শেষে একটি হাসির ইমো ব্যবহার করেছেন তিনি।
মাউন্ট মঙ্গানুই টেস্টে জেমিসন ও নিউ জিল্যান্ডের অন্য তিন পেসারকে সামলেই প্রথম ইনিংসে দুর্দান্ত এক ইনিংস খেলেন মুমিনুল। ৬ ঘণ্টার বেশি উইকেটে কাটিয়ে ২৪৪ বল খেলে করেন ৮৮। দ্বিতীয় ইনিংসেও দলের জয়ের সময় বাংলাদেশ অধিনায়ক ছিলেন ক্রিজে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ