করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পিএসজির তারকা ফুটবলার এঞ্জেল ডি মারিয়া এবং ইউলিয়ান ড্রাক্সলার। বর্তমানে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।
এর আগে থেকেই আইসোলেশনে আছেন দলটির ডিফেন্ডার হুয়ান বের্নাত, গোলরক্ষক সার্জিও রিকো ও মিডফিল্ডার নাতোঁ।
গত রবিবার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিসহ একসঙ্গে চার খেলোয়াড়ের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল পিএসজি।
আগামী রবিবার লিগে পরের ম্যাচে অলিম্পিক লিওঁর মুখোমুখি হবে মাওরিসিও পচেত্তিনোর দল। মৌসুমের এমন সময়ে করোনায় আরও দু'জনকে হারানো পিএসজির জন্য বড় ধাক্কা।
এর আগে গত ২০২০ সালের শেষদিকেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ডি মারিয়া।
চলতি মৌসুমে আর্জেন্টিনার ডি মারিয়া সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৫টি করিয়েছেন। আর জার্মানির ড্রাক্সলার ১৪ ম্যাচে ২টি গোল করেছেন এবং সমানসংখ্যক গোল করিয়েছেন।
লিগ ওয়ানে ১৯ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন