জোহানেসবার্গে হেরে যাওয়ার পর একটা প্রশ্ন সবার আগে উঠছে, কেপটাউন টেস্টে কি পাওয়া যাবে বিরাট কোহলিকে? তিন ম্যাচের টেস্ট সিরিজে ১১ জানুয়ারি থেকে শুরু শেষ টেস্ট।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৯ বছরের খরা কাটাতে হলে সেই টেস্ট জিততেই হবে টিম ইন্ডিয়াকে। আর সেখানে দরকার কোহলিকে। কোচ রাহুল দ্রাবিড় মনে করছেন তৃতীয় টেস্টের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন কোহলি।
কোহলির ফিটনেস প্রসঙ্গে দ্রাবিড় বলেন, আমার মনে হয় পরের ম্যাচে সবদিক থেকেই ফিট হয়ে যাবে বিরাট। সে দৌড়ানো শুরু করেছে। নিজের ফিটনেস খতিয়ে দেখার সুযোগ পেয়েছে। আশা করছি কেপটাউনে বেশ কয়েকবার অনুশীলনে নামলেই সে ঠিক হয়ে যাবে। তার সঙ্গে কথা বলে আমার এরকমই মনে হয়েছে।
ওয়ান্ডারার্স টেস্টে ব্যর্থ হয়েছে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপ। ব্যাটারদের ব্যর্থতার দায় পিচকেই দিলেন দ্রাবিড়। তবে পাশাপাশি জানালেন বড় পার্টনারশিপ গড়তে পারেনি ভারতীয় দল। ভবিষ্যতে এদিকে নজর দিতে হবে।
দ্রাবিড় আরও বলেন, দুই দলের জন্যই উইকেট চ্যালেঞ্জিং ছিল। চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকা সবচেয়ে ভাল ব্যাট করেছে। তবে আমাদের বড় পার্টনারশিপ গড়ার লক্ষ্য রাখতে হবে। প্রথম ইনিংস চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা আরও ৫৫-৬০ রান বেশি তুলতে পারতাম। সেটাই পার্থক্য গড়ে দিত। আমাদের আরও ভাল ব্যাট করতে হবে। যারা শুরুটা ভাল করেছিল তারা শতরানে কনভার্ট করতে পারলে ভাল হত। ঠিক প্রথম টেস্টে যেমন হয়েছিল। রাহুল শতরান করেছিল, টেস্ট ম্যাচটা আমরা জিতেছিলাম। এবার ডিন এলগার ৯৬ করায় দক্ষিণ আফ্রিকা জিতল।'
দায়িত্ব নেওয়ার পর এই প্রথম হারের সম্মুখীন হলেন দ্রাবিড়। তবে কোহলির প্রত্যাবর্তনে কেপটাউনে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন ভারতের কোচ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত