কেন সানরাইজার্স হায়দরাবাদ ছাড়লেন ডেভিড ওয়ার্নার? এখনও ক্রিকেট বিশ্ব খুঁজে বেড়াচ্ছে সেই উত্তর। সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএলের দ্বিতীয়ার্ধে একদমই ফর্মে ছিলেন না অস্ট্রেলিয়ান এই ওপেনার। টিম থেকে যে কারণে বাদও দেওয়া হয়েছিল তাকে। তবে সেই ঘটনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা প্লেয়ার হয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়াকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপও এনে দিয়েছেন ওয়ার্নার।
এক সাক্ষাতকারে ওয়ার্নার বলেছেন, ক্যাপ্টেন হিসেবে কিংবা টিম থেকে বাদ পড়া নিয়ে নয়, তিনি অবাক হয়েছিলেন অন্য কারণে। ওয়ার্নারের কথায়, যদি কোনও টিমের ম্যানেজমেন্ট তাদের ক্যাপ্টেনকে সরিয়ে দেয়, এরপর টিম থেকেও বাদ দেয়, তার আর কী করার থাকে? টিমের জুনিয়দের কাছে, পুরো টিমের কাছে কী বার্তা পৌঁছায়? আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছিল, টিমের অন্য প্লেয়াররা ভাবতে শুরু করেছিল, এবার আমার ক্ষেত্রেও এমন কিছু ঘটতে পারে। উচিত ছিল এটা নিয়ে কথা বলা। কেউ যদি কথা বলত আমার সঙ্গে নিশ্চয় আমি কামড় দিতাম না।
ওয়ার্নারকে হায়দরাবাদ থেকে বাদ দেওয়ার ঘটনা যে টিমের সমর্থকদের উপরও প্রভাব ফেলেছিল তা তিনি খুব ভালো করে জানেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি খুব ভালো করে জানতাম, সমর্থকদের উপর এর প্রভাব পড়বেই। টিমের সাপোর্টারদের জন্যই কিন্তু সফল হয় ফ্র্যাঞ্চাইজি। ব্র্যান্ড হয়ে ওঠে। যে কোনও বড় টিমেরই কোনও না কোনও আইকন প্লেয়ার থাকে। আমার মতো কেন উইলিয়ামসন, ভুবনেশ্বর কুমারও দীর্ঘদিন ওই টিমের আইকন ছিল।
একই সঙ্গে ওয়ার্নার স্পষ্ট বলছেন, যে টিমে আমি খেলি, মন থেকে খেলি, সেরাটা দিই। টিমের সমর্থকদের গুরুত্ব বুঝি বলেই তাদের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করি। যে সব বাচ্চারা খেলা দেখে, তারা কিন্তু শচীন, স্মিথ, উইলিয়ামসন কিংবা আমার মতো ক্রিকেটার হতে চায়। তারাই যদি আমার মতো কাউকে টিম থেকে বাদ যেতে দেখে, কষ্ট পাবেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত