নিউজিল্যান্ডের মাটিতে যেখানে টেস্টে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ দল। এবার সেখানে কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।
আগামীকাল রবিবার ভোর চারটায় শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এই টেস্টে নিজেদের হার এড়াতে পারলেই দুটি অধরা স্বাদ পাওয়া হবে টাইগারদের।
ক্রাইস্টচার্চের সবুজ ঘাসের উইকেটেও পেসনির্ভর একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেও স্পেশালিস্ট স্পিনার থাকবেন একজন।
তবে একাদশে অন্তত একটি পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই। চোটের কারণে গত টেস্টের দ্বিতীয় ইনিংস খেলতে পারেননি তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। তার জায়গায় এই টেস্টে অভিষেক ঘটতে পারে নাঈম শেখের।
অন্যদিকে, নিউজিল্যান্ডের হয়ে এটি রস টেলরের শেষ ম্যাচ। কিউইদের গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে জায়গা হারাতে পারেন রাচিন রবীন্দ্র। তার জায়গায় দেখা যেতে পারে ড্যারিল মিচেলকে।
দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ দল
সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী।
নিউজিল্যান্ড দল
টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লানডেল (উইকেটরক্ষক), কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন