করোনা নেগেটিভ সনদ নিয়ে ইতিমেধ্যেই আর্জেন্টিনা থেকে ফ্রান্সে ফিরেছেন মেসি। তবে এখনো করোনার ধকল কাটিয়ে উঠতে পারেননি তিনি। এজন্য প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের (পিএসজি) হয়ে রবিবার লিওর বিপক্ষে ম্যাচে থাকছেন না মেসি।
শনিবার লিগ ওয়ানের ম্যাচটিতে আর্জেন্টাইন এই তারকার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। দলটির ওয়েবসাইটে মূল দলের খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দেওয়া হয়।
সেখানে বলা হয়, আনহেল দি মারিয়া, ইউলিয়ান ড্রাক্সলার, দানিলো পেরেইরা, লেভিন কুরজাওয়া এবং জিয়ানলুইজি দোন্নারুম্মারা কোভিড-১৯ ভাইরাসের কারণে আইসোলেশনে থাকবেন।
অর্থাৎ লিওর বিপক্ষে তাদের কাউকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর মেসিকে নিয়ে বলা হয়, ‘লিওনেল মেসি আগামী দিনগুলোয় কোভিড সংক্রমণ-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন’। অর্থাৎ মেসিকেও লিওর বিপক্ষে পাচ্ছে না পিএসজি।
চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারের সর্বশেষ শারীরিক অবস্থাও জানিয়েছে পিএসজি। বিবৃতিতে বলা হয়, ‘নেইমার পিএসজির চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাবেন। মাঠে ফিরতে আরও তিন সপ্তাহ লাগবে তার।’
জানুয়ারির বিরতিতে করোনা পজিটিভ হন মেসি। একই সঙ্গে পিএসজির আনহেল ডি মারিয়া, দানিলো, ডোনারুম্মা ও কুয়ারজায়াও করোনা পজিটিভ হয়েছিলেন।
বিডি প্রতিদিন/এমআই