নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিং করছেন টাইগাররা। শনিবার দিবাগত রাত চারটায় শুরু হয়েছে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
তবে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলকে প্রথম সেশন কাটাতে হয়েছে উইকেটশূন্য থেকেই।
ল্যাথামের অর্ধশতকের পর ২৫ ওভারে প্রথম সেশনে ৯২ রান তুলে ফেলেছে কিউইরা।অধিনায়ক টম লাথাম ৬৬ এবং উইল ইয়ং ২৬ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।
অবশ্য কিউই দলপতি ফিরতে পারতেন ইনিংসের নবম ওভারেই। মুমিনুল ম্যাচে প্রথমবারের মতো বোলিংয়ে আনেন প্রথম টেস্টের নায়ক ইবাদত হোসেনকে। তার এক ওভারেই দুইবার রিভিউ নিয়ে বেঁচে গেছেন লাথাম।
এই টেস্টটি কোনো রকমে ড্র করতে পারলেই বাংলাদেশ গড়বে অনন্য কীর্তি। প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।
অন্যদিকে, এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া স্বাগতিকরা। বাংলাদেশের জন্য কাজটি সহজ নয় একেবারেই। স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারেন স্বাগতিক পেসাররা।
সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। যা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট জয়। এমনকি নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ৩৩টি প্রচেষ্টায় প্রথম জয়ের স্বাদ পায় টাইগাররা।
বিডি প্রতিদিন/এমআই