স্টিভ স্মিথের মুকুটে নতুন পালক। অ্যাসেজ সিরিজে সবচেয়ে রান করার হিসাবে ডন ব্র্যাডম্যানের ক্লাবে ঢুকে পড়লেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। ৩ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন স্মিথ।
চলতি সিরিজে ৩-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে সিডনি টেস্টও জিততে পারে তারা। দ্বিতীয় টেস্টে ক্যাপ্টেন প্যাট কামিন্স করোনার কারণে খেলতে পারেননি। তার বদলে তিন বছর পর দেসের অধিনায়কত্ব করেছিলেন স্মিথ।
অ্যাসেজের ইতিহাসে সবচেয়ে বেশি রান রয়েছে ব্র্যাডম্যানের। মোট ৫০২৮ রান করেছেন তিনি। গড় ৮৯.৭৮। দুইনম্বরে রয়েছেন ইংল্যান্ডের জ্যাক হবস। ৩৬৩৬ রান করেছেন তিনি। ৫৪.২৬ গড়। তিনে অ্যালান বর্ডার। ৩২২২ রান করেছেন তিনি। ৫৫.৫৫ গড়। স্টিভ ওয়াহ রয়েছেন চারে। তার রান ৩১৭৩ রান। ৫৮.৭৫ গড়। ডেভিড গাওয়ার ৩০৩৭ রান নিয়ে রয়েছেন পাঁচে। তালিকার ছয়ে থাকা স্মিথের সংগ্রহ ৩০০২ রান। ৬২.৫৪ গড়।
সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৬৭ করেছেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে অবশ্য ২৩ রান করে আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের তালিকায় সাত নম্বরে রয়েছে তিনি। ৮১ টেস্টে ৭৭৫৭ রান করেছেন। ২৭টি সেঞ্চুরি ও ৩৩টি হাফসেঞ্চুরি করেছেন। তালিকার এক নম্বরে রয়েছেন রিকি পন্টিং। ১৬৮টি টেস্ট ম্যাচ খেলে ১৩ হাজার ৩৭৮ রান করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত