মাউন্ট মঙ্গানুইয়ে ব্যর্থ নিউজিল্যান্ড জেগে উঠেছে ক্রাইস্টচার্চে। সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমে বোলিংয়ে খরা দেখা দিয়েছে মুমিনুল বাহিনীর।
ক্রাইস্টচার্চে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। প্রথমে ব্যাট করতে নেমেই বাজিমাত করে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের দুই ইনিংসে ব্যর্থ টম লাথাম আজ সেঞ্চুরি হাঁকিয়েছেন। কিউই অধিনায়ক ১৩৩ বলে ১৭ বাউন্ডারির সাহায্যে তিন অংক স্পর্শ করেন। উইল ইয়ংয়ের সঙ্গে তার ওপেনিং জুটি ১৪৮ রানের। ১১৪ বলে ৫ চারে ৫৪ রান করে শরিফুল ইসলামের শিকার হন উইল ইয়ং।
দ্বিতীয় উইকেটে জুটি বেঁধেছেন ডেভন কনওয়ে ও টম লাথাম। তিন ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাটিং করেছেন দু'জন। ১৪৮ রানে ব্যাটিং শুরু করেন তারা। দারুণ ব্যাটিংয়ের ধারাবাহিকতায় তাদের জুটির রান ডাবল সেঞ্চুরি পেরিয়ে গেছে। লাথম ডাবল সেঞ্চুরি ও কনওয়ে সেঞ্চুরির পথে আছেন।
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ৩৪৯ রান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ