ক্রাইস্টচার্চ টেস্টে টাইগারদের হতাশায় ডুবিয়ে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকালেন কিউই ব্যাটসম্যান টম লাথাম। এছাড়াও অন্যপ্রান্তে ব্যাট করা ডেভন কনওয়ে সেঞ্চুরি করে মাঠ ছাড়েন। রান আউট হওয়ার আগে ১৬৬ বলে ১০৯ রান করে করেন ডেভন কনওয়ে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৪১১ রান। টম লাথাম ৩১৬ বলে ২০৮ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে রবিবার ক্রাইস্টচার্চে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। প্রথমে ব্যাট করতে নেমেই বাজিমাত করে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে নিউজিল্যান্ড সংগ্রহ করে ১ উইকেটে ৩৪৯ রান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন