ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে বিদায় নেওয়ার পর আরও একটি দুঃসংবাদ পেল বার্সেলোনা। দলটির তারকা মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এ মৌসুম থেকে ছিটকে গেছেন।
এক বিবৃতিতে বার্সেলোনা জানায় বাঁ পায়ের ঊরুতে চোট পেয়েছেন পেদ্রি। অবশ্য এখনও চোটের প্রকৃত অবস্থা জানার অপেক্ষায় আছেন পেদ্রি। তবে এই চোট থেকে সেরে উঠতে কত দিন সময় লাগবে তা নিশ্চিত করেনি বার্সেলোনা। কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর মতে চোট গুরুতর। খেলতে পারবেন না মৌসুমের পরবর্তী আট ম্যাচ।
চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচ খেলে পেদ্রি করেছেন পাঁচটি গোল। জাভির অধীনে তিনি হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাই পেদ্রি না থাকায় কিছুটা হলেও শক্তি কমবে বার্সেলোনার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ