১৯ মে, ২০২২ ১৯:০১

তাসকিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারে: নান্নু

অনলাইন ডেস্ক

তাসকিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারে: নান্নু

তাসকিন আহমেদ (ফাইল ছবি)

দক্ষিণ আফ্রিকা সফরে কাঁধের ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। ওই ইনজুরি নিয়েই প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন তিনি। তবে দ্বিতীয় টেস্ট শুরু আগে ফিরে আসেন দেশে। প্রায় দুই মাস বিরতির পর তাসকিন আবারও মাঠে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বৃহস্পতিবার (১৯ মে) চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে চা বিরতিতে সাংবাদিকদেরকে নান্নু বলেন, ‘আসন্ন ওয়েস্ট ইন্ডিজ টেস্টে তাসকিনকে পাওয়া যাবে না। তবে সাদা বলের ক্রিকেটে হয়তো আমরা তাকে পেতে পারি। তারপরও ২১ তারিখে তাসকিনের মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর আপডেট দিতে পারবো।’

এ সময় মুস্তাফিজকে টেস্টে ফেরানোর ব্যাপারে জানতে চাওয়া হয় প্রধান নির্বাচকের কাছে। জবাবে তিনি বলেন, ‘এখন আমরা দল ঘোষণা করে দিয়েছি। তাছাড়া মুস্তাফিজ টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ত। শর্টার ভার্সন খেলে এসে টেস্টে খেলা খুবই কষ্টকর। বর্তমানে যারা টিম ম্যানেজমেন্টের আন্ডারে কাজ করছে তাদের ব্যাপারে আমরা আস্থাশীল। আশা করছি ঢাকা টেস্টে কোনো সমস্যা হবে না।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর