নারী এশিয়া কাপে অবশেষে জয়ের দেখা পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডের শেষ ম্যাচে তারা মালয়েশিয়াকে পাঁচ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে। এবারের নারী এশিয়া কাপে দলটির এটাই প্রথম জয়।
বুধবার শুরুতে টস জিতে মালয়েশিয়া নির্ধারিত ২০ ওভারে ৮৮ রান তোলে। অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গাম সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেছেন। এছাড়া মাস এলিসার ব্যাট থেকে আসে ১৪ রান। আর বলার মতো তেমন কেউ রান করতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাতকে যেতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। হারাতে হয়েছে তিনটি উইকেট। শেষ পর্যন্ত তীর্থ সাথিশ ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। এতে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচেসেরাও হয়েছেন তিনিই।
মালয়েশিয়ার হয়ে শাশা আজমি ও মাহিরাহ ইজ্জাতি শিকার করেছেন একটি করে উইকেট।
বিডি প্রতিদিন/এমআই