ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। হতাশ করেছেন সৌম্য সরকার।
পেসার নাসিম শাহকে এগিয়ে এসে তুলতে মারতে চেয়েছিলেন সৌম্য। গুড লেন্থের বলে ছিল বাড়তি গতি। সৌম্যর টাইমিংয়ে গড়বড়। মিড অনে শাদাব খান সহজেই ক্যাচ নিয়ে সৌম্যকে সাজঘরের পথ দেখান। আগের ম্যাচে সুযোগ পেয়ে ২৩ রান করা সৌম্য আজ থামলেন ৪ রানে। তার থেকে বড় কিছুর প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু হতাশ করেই বিদায় নেন সৌম্য।
উল্লেখ্য, টানা তিন ম্যাচ হেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা হচ্ছে না টাইগারদের। সর্বশেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানে হেরেছে দলটি। ফলে আজ নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ