আরও একবার ওপেনিং কম্বিনেশনে পরিবর্তন! পাকিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সৌম্য সরকার। ফলে চার ম্যাচে চারটি ভিন্ন ভিন্ন ওপেনিং জুটির দেখা পায় বাংলাদেশ। তবে এরপরও ওপেনিং সমস্যার সমাধান মেলেনি। পাওয়ারপ্লেতেই ফিরে গেছেন দুই ওপেনার।
পেসার নাসিম শাহকে এগিয়ে এসে তুলতে মারতে চেয়েছিলেন সৌম্য। গুড লেন্থের বলে ছিল বাড়তি গতি। সৌম্যর টাইমিংয়ে গড়বড়। মিড অনে শাদাব খান সহজেই ক্যাচ নিয়ে সৌম্যকে সাজঘরের পথ দেখান। আগের ম্যাচে সুযোগ পেয়ে ২৩ রান করা সৌম্য আজ থামলেন ৪ রানে। তার থেকে বড় কিছুর প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু হতাশ করেই বিদায় নেন সৌম্য।
নবম বলে প্রথম রান পাওয়া নাজমুল হোসেন শান্তকেও বড্ড এলোমেলো লাগছিল আজ। শুরুতে থিতু হতে সময় নিয়েছিলেন। পরে দুই চারে আত্মবিশ্বাস দেখান। বড় কিছুর আশাও দেখান। কিন্তু সেখানেই থামতে হয় তাকে। ১৫ বলে ১২ রান করে শান্ত উইকেটের পেছনে ক্যাচ দেন ওয়াসিমের বলে।
এরপরই ম্যাচের হাল ধরে লিটন-সাকিব জুটি। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজকে এগিয়ে এসে মিড উইকেট দিয়ে উড়িয়েছেন সাকিব। ছোট্ট সীমানা পার হয়ে গেল চোখের পলকেই। অষ্টম ওভারে বাংলাদেশ পায় প্রথম ছক্কা। সেটাও অধিনায়ক সাকিবের ব্যাটে। পরের ওভারে লেগ স্পিনার শাদাব খানকেও ছক্কা উড়ান লিটন। তাদের দুজনের ব্যাটে দারুণভাবে এগোচ্ছে বাংলাদেশের রান।
উল্লেখ্য, টানা তিন ম্যাচ হেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা হচ্ছে না টাইগারদের। সর্বশেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানে হেরেছে দলটি। ফলে আজ নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ