ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। হতাশ করেছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাট হাতে দলকে সামলে নিয়েছেন লিটন দাশ ও সাকিব আল হাসান। এরই মধ্যে ক্যারিয়ারের সপ্তম টি-টোয়েন্টি ফিফটি তুলে নিয়েছেন লিটন।
৩১ বলে ফিফটি পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এ ফরম্যাটে ছয় ইনিংস পর ফিফটির দেখা পেলেন তিনি। ২২ রানে পয়েন্টে তার ক্যাচ ছেড়েছিলেন শান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উইকেটের চারিপাশে দারুণ সব শটে এগিয়ে নেন নিজের রান, দলের পুঁজি।
তবে নিজের ইনিংসটি বড় করতে পারেননি লিটন। মাঠের সবচেয়ে বড় সীমানা দিয়ে নওয়াজকে উড়াতে চেয়েছিলেন তিনি। করেছিলেন স্লগ সুইপ। টাইমিং মেলাতে পারেননি। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে লিটনের ক্যাচ ধরেন ওয়াসিম। সেখানেই শেষ হয় লিটনের ৪২ বলে ৬৯ রানের ঝকঝকে ইনিংস। ৬ চার ও ২ ছক্কায় ১৬৪.২৮ স্ট্রাইক রেটে সাজান ইনিংসটি। তৃতীয় উইকেটে সাকিবের সঙ্গে তার জুটি ছিল ৮৮ রানের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ