ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। হতাশ করেছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাট হাতে দলকে সামলে নিয়েছেন লিটন দাশ ও সাকিব আল হাসান। ক্যারিয়ারের সপ্তম টি-টোয়েন্টি ফিফটি তুলে লিটন বিদায় নিলেও ৩৪ বলে ৫০ রান করে লড়াই চালিয়ে যাচ্ছিলেন টাইগার অধিনায়ক সাকিব।
বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে পাকিস্তানের বোলিং আক্রমণ এলোমেলো করে দিচ্ছিলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। তুলে নেন ক্যারিয়ারের দ্বাদশ ফিফটি। তবে ১৯তম ওভারে তাকে থামিয়ে পাকিস্তান শিবিরে স্বস্তি ফিরিয়েছেন পেসার নাসিম। তার স্লোয়ার বল উড়াতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন সাকিব। ৪২ বলে ৬৮ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। এজন্য ৭টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন।
এর আগে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ বল খেলে ক্যারিয়ারের ১১তম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব। ১ ছক্কা ও ৮ চারে ৪৪ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ