লিটন কুমার দাসকে বলা হয় ক্রিকেটের লিওনার্দো দ্য ভিঞ্চি। ক্রিকেট মাঠে ব্যাটকে বানান তিনি তুলি, পুরো মাঠটাই তার ক্যানভাস। সেই ক্যানভাসেই তিনি ব্যাটের ছোঁয়ায় এঁকে দেন নানা নান্দনিক শট। যা দেখে চোখ জুড়ায়, মন ভরে।
লিটনের ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও তার ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে ফর্মে ছিলেন লিটন। ঢের হয়েছে সমালোচনা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আবারও টি-টোয়েন্টি দলে লিটন ফিরেছেন ভালো খেলে, নিজের ক্লাস দেখিয়ে।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের চতুর্থ ম্যাচেও তিনে নামা লিটন দেখিয়েছেন তার ব্যাটের শৈল্পিক রূপ। ৪২ বলে ১৬৪ স্ট্রাইকরেটে করেছেন ৬৯ রান। এটা তার ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক।
তাই বলাই যায়, লিটন ব্যাট হাতে তার জন্মদিনটা রাঙিয়েছেন দারুণভাবে। নিজেকেই যেনো দিলেন ব্যাটের কোনো ছন্দময় কবিতা উপহার।
১৯৯৪ সালের ১৩ অক্টোবর দিনাজপুরে জন্মগ্রহণ করেন লিটন কুমার দাস
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫৯ ম্যাচ খেলা লিটনের রান ১১৯২। টেস্টে ৩৫ ম্যাচে ২১১২ রান করেছেন এই ব্যাটার। ওয়ানডেতে তার রান সংখ্যা ১৮৩৫।
বিডি প্রতিদিন/নাজমুল