টি-টোয়েন্টিতে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের ১৫০ ছাড়ানো জুটি আছে ৫টা। তাদের দল পাকিস্তানের সামনে ১৭৪ রানের লক্ষ্যকে খুব বেশি বড় মনে না হওয়াটাই স্বাভাবিক। আজ বাংলাদেশের নখদন্তহীন বোলিংয়ে লক্ষ্যটাকে মামুলি মনে হচ্ছে আরও। উইকেটে রীতিমতো জমে গেছেন বাবর আর রিজওয়ান। তাতে বড় হারের শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠছে বাংলাদেশ শিবিরে।
প্রথম ২ ওভারে ৬ রান দিয়ে বাংলাদেশ চাপে রেখেছিল পাকিস্তানকে। কিন্তু আগ্রাসী হয়ে উঠেছেন বাবর আজম ও রিজওয়ান। তাসকিন ও হাসানকে চতুর্থ ও পঞ্চম ওভারে বাবর দুটি করে চার মেরে রান বের করছেন। পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৪৬ রান পাকিস্তানের। বাংলাদেশ করেছিল ২ উইকেটে ৪১ রান।
বেশ শক্ত অবস্থানে আছেন বাবর ও রিজওয়ান। দুজনের জুটিতে পঞ্চাশ ছাড়িয়ে গেছে পাকিস্তান। ১০ ওভারে তাদের সংগ্রহ ৭৩ রান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ