ফিফটি তুলে নেওয়া বাবর আজমকে ১৩তম ওভারের তৃতীয় বলে ফেরান হাসান মাহমুদ। মোসাদ্দেকের কাছে ক্যাচ হয়ে ফেরার আগে ৯ চারে ৪০ বলে ৫৫ রান করেন বাবর।
বাবরের পর পাকিস্তানি ব্যাটার হায়দার আলিকেও তুলে নেন পেসার হাসান। দুই উইকেট হারিয়ে খানিকটা ধুঁকছে পাকিস্তান।
এর আগে ব্যক্তিগত ৩৩ রানের মাথায় নতুন জীবন পেলেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সীমানা দড়ির কাছে তার ক্যাচ ছেড়ে দেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার সোহাম্মদ সাইফউদ্দিন।
১১তম ওভারের চতুর্থ বলটি রিজওয়ানের পায়ের বাইরে ফুল লেংথে করেছিলেন শরীফুল। রিজওয়ান কবজির মোচড়ে খেললেও বলটা উঠে গিয়েছিল। সোজা গিয়ে জমা পড়ে শর্ট ফাইন লেগে দাঁড়ানো সাইফউদ্দিনের হাতে। না জমা পড়েনি! মোয়ার মতো ক্যাচটা ফেলে দিলেন সাইফউদ্দিন! ম্যাচের এমন পরিস্থিতিতে এত সহজ ক্যাচ ছাড়ার মাশুল দিতে হতে পারে বাংলাদেশকে।
বিডি প্রতিদিন/নাজমুল