অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন টুর্নামেন্টের বর্তমান তথা ২০২২-এর চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটে হেরে যান তিনি। এই ম্যাচে রাফায়েল নাদালকে হারান মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড। এদিনের ম্যাচের ফল হয়েছিল ৬-৪, ৬-৪, ৭-৫।
এই ম্যাচে নাদালকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড। বছরের প্রথম গ্র্যান্ড স্লামে শীর্ষ বাছাই নাদালের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় অর্জন করেন তিনি।
এদিনের ম্যাচে দারুণ শুরু করেছিলেন আমেরিকান তারকা। ম্যাচের একটি উজ্জ্বল শুরু করে প্রথম সেট থেকেই ভালো টাচ দেখিয়েছিলেন তিনি। রাফায়েল নাদালও শুরু থেকে ভালো ফর্মে থাকলেও ম্যাচের মাঝপথে চোট পান। এরপরেই ম্যাচে কোর্টের মধ্যে নাদালের ছন্দের অবনতি ঘটে। এর সুযোগ নিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় আপসেটটা করে ফেলেন মার্কিন খেলোয়াড় ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড।
বিডি প্রতিদিন/কালাম