৭ এপ্রিল, ২০২৩ ২৩:২৬

বাবর আজম আমার রেকর্ড ভাঙতে পারবে: ইউসুফ

অনলাইন ডেস্ক

বাবর আজম আমার রেকর্ড ভাঙতে পারবে: ইউসুফ

মোহাম্মদ ইউসুফ-বাবর আজম

খেলোয়াড়ী জীবনে ব্যাট হাতে দারুণ সব কীর্তি গড়া মোহাম্মদ ইউসুফের কিছু রেকর্ড এখনও টিকে আছে। পাকিস্তানের এই ব্যাটিং গ্রেটের বিশ্বাস, তার সেসব অর্জন ছাপিয়ে যাওয়ার সামর্থ্য আছে বাবর আজমের। তিনি আরও বললেন, উত্তরসূরির কাছে রেকর্ড হারালে ভালোই লাগবে তার। 

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সমানতালে দুর্দান্ত খেলছেন বাবর। আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে তিনি। টেস্টে আছেন পাঁচে ও টি-টোয়েন্টিতে চারে। গত দুই বছর আইসিসির সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হন ২৮ বছর বয়সী বাবর। একই সঙ্গে ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে তার হাতে। 

বাবরের এমন ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ ইউসুফ। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, পাকিস্তানের তো বটেই, সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন বাবর। 

ইউসুফ বলেন, বাবর আজমের অসাধারণ পারফরম্যান্স তাকে এই যুগে পাকিস্তানের সেরা ক্রিকেটারে পরিণত করেছে। বিশ্বের শীর্ষ তিন থেকে চারজন ক্রিকেটারের মধ্যে আছে সে। তার অবিশ্বাস্য বৈশ্বিক অর্জনগুলোই বিশ্বমানের ক্রিকেটার হয়ে ওঠার প্রমাণ দেয়। 

পাকিস্তানের হয়ে টেস্টে চতুর্থ ও ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ইউসুফ। আন্তর্জাতিক ক্রিকেটে তার ১৭ হাজার ১৩৪ রান পাকিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চ। টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড ইউসুফের। ২০০৬ সালে ৯৯.৩৩ গড়ে ১ হাজার ৭৮৮ রান করেছিলেন তিনি। সাদা পোশাকে এক বছরে সবচেয়ে সেঞ্চুরির রেকর্ডও তার। রেকর্ড রানের ওই বছরই ৯টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছিলেন তিনি ৩টি। 

২৮ বছর বয়সী বাবর এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন। তার ব্যাটিং সামর্থ্যে মোহাবিষ্ট ইউসুফ। তার রেকর্ডগুলো ভেঙে দেওয়ার সামর্থ্য বাবরের আছে বলে বিশ্বাস করেন ইউসুফ।  একজন সাবেক ক্রিকেটার হিসেবে, পাকিস্তানের কোনো খেলোয়াড় আমার রেকর্ড ভাঙলে খুশি হব। অসাধারণ দক্ষতা থাকায় বাবর আজম আমার রেকর্ড ভাঙতে পারবে, এতে আমার কোনো সন্দেহ নেই।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর