৩০ এপ্রিল, ২০২৩ ১৭:০৪

সাফে অংশ নিচ্ছে না সৌদি-মালয়েশিয়া

অনলাইন ডেস্ক

সাফে অংশ নিচ্ছে না সৌদি-মালয়েশিয়া

ফাইল ছবি

আগামী জুনে ভারতের ব্যাঙ্গালোরে আয়োজিত হবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন-সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো ছেলেদের আসরে দক্ষিণ এশিয়ার বাইরের দলকে আমন্ত্রণ জানিয়েছিল সাফ। কিন্তু সাফের সে প্রস্তাবে রাজি হয়নি সৌদি আরব ও মালয়েশিয়া।

তবে আরও বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে জর্ডান, সিঙ্গাপুর, বাহরাইন, ইন্দোনেশিয়া ও কুয়েত রয়েছে। আগামী ৬ মে ঢাকায় সাফের কংগ্রেস রয়েছে। সেখানেই দল চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় সৌদি আরব কিংবা মালয়েশিয়ার মতো দলকে পাওয়া যাচ্ছে না। সবারই ঘরোয়া লিগ রয়েছে। আমরা অন্যদেরও চেষ্টা করছি। এখন দেখা যাক কী হয়। কংগ্রেসের দিন ঠিক করবো কয়টি দল নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ হবে। ’  

বিডি-প্রতিদিন/বাজিত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর