১৩ মে, ২০২৩ ০১:০১

৮৩ বলে শান্তর দুর্দান্ত সেঞ্চুরি

অনলাইন ডেস্ক

৮৩ বলে শান্তর দুর্দান্ত সেঞ্চুরি

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের চেমসফোর্ডে শুক্রবার (১২ মে) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ৩২০ রানের বড় লক্ষ্য দিয়েছে আইরিশরা।

বড় রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে বিপদেই পড়ে। অধিনায়ক তামিম ইকবাল ফিরেছিলেন অল্পতেই। এরপর দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি সাকিব আল হাসান-লিটন দাসও। তাদের বিদায়ের পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত, তার সঙ্গী ছিলেন তাওহীদ হৃদয়।

ক্যারিয়ারের ২৩তম ওয়ানডেতে প্রথমবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান শান্ত। মাত্র ৮৩ বলে ১১ চার ও ২ ছয়ে এই মাইলফলক ছুঁলেন তিনি। ওয়ানডেতে সেঞ্চুরি করা বাংলাদেশের ১৮তম ব্যাটসম্যান তিনি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর