নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ইতিহাস গড়া জয়ের পর এবার সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ। আজ বুধবার মিরপুর শের-ই-বাংলায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। ম্যাচটি জয় বা ড্র হলে সিরিজ জিতবে টাইগার বাহিনী। অন্যদিকে কিউইদের সামনে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই।
মিরপুর টেস্টে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আসতে পারে। ডান হাতের আঙুলে চোট পেয়েছেন স্পিনার নাঈম হাসান। তার জায়গায় হাসান মুরাদ অথবা হাসান মাহমুদকে নেওয়া হতে পারে। যদিও নাঈমের চোট নিয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। যদি তিনি ঠিক থাকেন, তাহলে একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে যেভাবে জয় তুলে নিয়েছে প্রথম ম্যাচ থেকে, তাতে একাদশে পরিবর্তন না আসাটাই স্বাভাবিক। ভরসা রাখা হতে পারে সিলেট টেস্টের একাদশেই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, হাসান মুরাদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ