আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দিল কলম্বিয়া।
শুক্রবার ওয়েস্ট হামের মাঠ লন্ডন স্টেডিয়ামে স্পেনকে ০-১ গোলে হারিয়েছে কলম্বিয়া।
আগামী জুন-জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে লড়বে স্পেন। একই সময়ে অনুষ্ঠেয় কোপা আমেরিকায় খেলবে কলম্বিয়া। মহাদেশ সেরার লড়াইয়ে নামার আগে শেষ পর্বের প্রস্তুতিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এই জয় নিশ্চিতভাবেই কলম্বিয়ানদের আত্মবিশ্বাস বাড়াবে বহুগুনে।
প্রীতি ম্যাচে প্রথমার্ধে গোল শূন্য সমতা কর দুই দল। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে গোল পেয়ে যায় কলম্বিয়া। লিভারপুলে খেলা কলম্বিয়ান তারকা লুইস দিয়াজের পাস ধরে গোল করেন ক্রিস্টাল প্যালেসের রাইট ব্যাক ড্যানিয়েল মুনোজ। ওই গোলের হাসি নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া।
পুরো ম্যাচে কলম্বিয়া ইউরোপের জায়ান্ট দল স্পেনের সঙ্গে সমানে সমানে লড়াই করেছে। বলের দখলে যেমন ডে লা ফুয়েন্তের দল খুব পিছিয়ে ছিল না। তেমনি আক্রমণেও সমানে সমান ছিল কলম্বিয়া। বলতে গেলে স্পেনের ফুটবল কৌশল মার খেয়েছে কলম্বিয়ার স্প্যানিশ কোচ লুয়েন্তের কাছে।
ম্যাচে কলম্বিয়া ৪২ ভাগ বল পায়ে রেখে খেলেছে। সফল পাসের ক্ষেত্রেও স্পেনের কাছাকাছি ছিল তারা। স্পেন মোট আক্রমণ করেছে ১৩টি। যদিও এর মধ্যে মাত্র তিনটি শট তারা পোস্টে রাখতে পেরেছিল। অন্যদিকে সাতবার আক্রমণ তুলে পাঁচবার স্পেনের গোলরক্ষক ডেভিড রায়াকে পরীক্ষা নিয়েছেন কলম্বিয়ানরা। সব মিলিয়ে লন্ডনে আকর্ষণীয় ম্যাচ দেখেছে দর্শকরা।
প্রীতি ম্যাচ বিবেচনায় নিলে স্পেন কোনো ম্যাচে হারের দেখা পেল ৮ বছর পর। এর আগে ২০১৬ সালে প্রীতি ম্যাচে জর্জিয়ার কাছে হেরেছিল তারা।
বিডি-প্রতিদিন/বাজিত