শিরোনাম
২০ সেপ্টেম্বর, ২০২৪ ২০:১৫

কতো রানে থামবে ভারত?

অনলাইন ডেস্ক

কতো রানে থামবে ভারত?

চেন্নাই টেস্টে রানের পাহাড়ে চাপা পড়তে যাচ্ছে ভারত সেটা মোটামুটি অনুমেয়। তবে ভারত আসলে কতো রানে থামতে চায়, উঠছে সেই প্রশ্নও। খেলা শেষে রবীন্দ্র জাদেজা নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন।

জাদেজা বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো স্কোর গড়তে হবে। আমরা আরও ১২০ থেকে ১৫০ রান যোগ করতে চাই।’ এই রান তোলার পরই বাংলাদেশকে দ্রুতই অলআউট করতে চায় ভারত।

নিজেদের প্রথম ইনিংসে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারত। তবে রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজা হাল ধরেন। তাদের ১৯৯ রানের জুটিতে ভর করেই বড় সংগ্রহ পায় ভারত। রোহিত শর্মার দল অলআউট হয় ৩৭৬ রান। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

বাংলাদেশকে অল্প রানে অলআউট করতে ভারতের তিন পেসার যশপ্রীত বুমরা, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ মিলে নিয়েছেন ৮ উইকেট। আর জাদেজা পেয়েছেন ২ উইকেট। অশ্বিন অবশ্য ১৩ ওভার বল করে ২৯ রান দিয়ে কোনো উইকেট পাননি।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর