বোর্নমাউথের কাছে গতকাল ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে এই মৌসুমে প্রথম তো বটেই টানা ৩২ ম্যাচ পর হারের মুখ দেখল তারা। ভাইটালিটি স্টেডিয়ামে ৯ মিনিটে বোর্নমাউথকে এগিয়ে দেন আন্তোয়ান সেমেনিও। বিরতির পর ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এভানিলসন। শেষ দিকে ইয়স্কো ভার্দিওল একটি গোল শোধ দিলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিকে।
ম্যাচশেষে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘তারা (চোটাক্রান্ত খেলোয়াড়রা) থাকলে কী হতো জানি না। বলতে ইচ্ছে করে, এই খেলোয়াড়রা যদি চোটে না থাকত তাহলে আমরা জিততাম, কিন্তু তা নিশ্চিত করে কেউ বলতে পারবে না। ছেলেরা সবকিছু উজাড় করে দিয়েছে, কিন্তু ওই মুহূর্তে সেই দলের বিপক্ষে তা যথেষ্ট ছিল না।’
সিটির মতোই গতকাল প্রথমে গোল হজম করেছিল লিভারপুলও। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। বিরতির পর দুই মিনিটের ব্যবধানে গোল দু'টি করেন কোডি গাকপো ও মোহামেদ সালাহ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ