বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পেশাদার ক্রিকেটের ময়দানে রাজত্ব করছেন প্রায় দুই দশক ধরে। এই লম্বা ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও খেলেছেন আইপিএল, সিপিএল, বিবিএল, কাউন্ট্রিসহ বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে কোনো দিন সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। তবে এবার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে অভিযোগ।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান সাকিব। প্রায় ১৩ বছর পর এই টুর্নামেন্টে খেলেন তিনি। এবার সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
কাউন্টি কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যেই বিষয়টি সাকিবকে জানানো হয়েছে। খুব শীঘ্রই ইংল্যান্ডের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন তিনি। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতড়াতে হবে তাকে। তবে এটা কেবলই কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ক্ষেত্রে প্রযোজ্য। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠলেও আন্তর্জাতিক ক্রিকেট বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলতে তার কোনো বাধা নেই। তাই এই অভিযোগের সঙ্গে আফগানিস্তান সিরিজে সাকিবের না খেলার কোনো সম্পর্ক নেই।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে এ ধরনের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিসিবি জানায়, সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে এখন পর্যন্ত কোনো রিপোর্ট তাদের কাছে আসেনি। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, সাকিবের বোলিং নিয়ে কোনো প্রশ্ন বা রিপোর্ট বিসিবিতে আসেনি। ইংল্যান্ডের কাউন্টি দল সারে কিংবা আইসিসির পক্ষ থেকে এমন কোনো তথ্য আমাদের জানানো হয়নি। এটি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ।
গত সেপ্টেম্বরে সারের হয়ে ইংলিশ কাউন্টিতে সমারসেটের বিপক্ষে খেলেছিলেন সাকিব, যেখানে দুই ইনিংসে ৯ উইকেট নেন তিনি। এই ম্যাচে প্রায় ৬৩.২ ওভার বল করেন সাকিব, যা পুরো ম্যাচের মোট ওভারের একটি উল্লেখযোগ্য অংশ। বিসিবি কর্তৃপক্ষ জানায়, যদি তার বোলিং অ্যাকশন সন্দেহজনক হতো, তাহলে আম্পায়াররা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতেন এবং সংশ্লিষ্ট ক্লাব ও বোর্ডকে বিষয়টি জানানো হতো। কিন্তু এ ধরনের কোনো রিপোর্ট আসেনি।
রাবিদ ইমাম আরও জানান, সাকিবের অ্যাকশন সন্দেহজনক হলে ভারতের বিপক্ষে সাম্প্রতিক দুই টেস্টে তার খেলা সম্ভব হতো না। কিন্তু তিনি ওই সিরিজে দুই টেস্টেই বোলিং করেছেন—প্রথম ম্যাচে ২১ ও দ্বিতীয় ম্যাচে ১৪ ওভার। কাজেই এই সংবাদের কোনো ভিত্তি নেই।
বিডি প্রতিদিন/আশিক