দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকারের ব্যাটে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ৮ ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেলে ৫০ রান। তবে, এরপরই ছন্দপতন। দলীয় ৫৩ রানে শুরুতে সৌম্য ও পরবর্তীতে বিদায় নেন তানজিদ তামিম। সৌম্য ২৩ ও তানজিদের ব্যাট থেকে আসে ১৯ রান। এরপর ব্যক্তিগত মাত্র ৪ রান করে রান আউটের শিকার হন জাকির হাসান।
বর্তমানে ক্রিজে আছেন অধিনায়ক মিরাজ ও তাওহীদ হৃদয়। বাংলাদেশের স্কোর ১৩ ওভার শেষে ৩ উইকেটে ৬৯ রান।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৯২ রানের ব্যবধানে হারিয়েছিল আফগানিস্তান। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ে সমতা ফেরে সিরিজে। তাই শেষ ওয়ানডে ম্যাচটি সিরিজ নির্ধারণী।
বিডি প্রতিদিন/মুসা