ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
রবিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে কিছুক্ষণের মধ্যে মাঠে গড়াবে ম্যাচটি।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে প্রথম ম্যাচে খেলতে নামছে টাইগাররা। স্পিনার হিসেবে অধিনায়ক মিরাজের সঙ্গে রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। পেস ইউনিটে তাসকিন আহমেদের সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। এদিকে, বছরখানেক পর দলে ফিরেই একাদশে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব।
অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সামনে দাঁড়াতে না পেরে হেরেছিল বাংলাদেশ। তবে নাহিদ রানা, তাইজুল ইসলাম ও জাকের আলীদের হাত ধরে জ্যামাইকায় ঘুরে দাঁড়ায় সফরকারীরা। দুই টেস্টের সিরিজ শেষ হয় ১-১ সমতায়। টেস্টের পর এবার ওয়ানডে সিরিজের লড়াইয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
বিডি প্রতিদিন/কেএ