এবারের বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে তৈরি হয়েছে নজিরবিহীন জটিলতা। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখাই যেন নিয়ম। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখায় দুর্বার রাজশাহী তো কেলেঙ্কারির দশাতেই পড়েছে। সবশেষ ফ্র্যাঞ্চাইজিটির লঙ্কান খেলোয়াড় লাহিরু সামারাকুন তো বিসিবিতে বিচারই দিয়েছেন। এবার একই অভিযোগ উঠেছে চিটাগাং কিংসের বিরুদ্ধেও।
পারিশ্রমিক না পাওয়ায় দলের সঙ্গে মাঠে না যাওয়ার গুঞ্জন উঠেছে চিটাগং কিংসের শ্রীলঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোর। বুধবার (২২ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে স্বাগতিক চিটাগাং কিংস। কিন্তু এই ম্যাচের ১৫ জনের স্কোয়াডেও নেই লঙ্কান তারকা বিনুরা ফার্নান্দোর নাম। পারিশ্রমিক না পাওয়ায় মাঠে না যাওয়ার কারণেই স্কোয়াডে নেই তার নাম। সূত্রের খবরে এমনটাই জানা গেছে।
এবারের বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন এই লঙ্কান পেসার।
আজকের ম্যাচে চিটাগাংয়ের ১৫জনের স্কোয়াডে বিদেশি আছেন ছয়জন। যাদের মধ্যে চারজন ঢাকার বিপক্ষে এই ম্যাচের একাদশে আছেন। তারা হলেন- গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত, জুবাইরউল্লাহ আকবরি ও হায়দার আলি। এছাড়া ১৩ এবং ১৪তম খেলোয়াড় হিসেবে আছেন টমাস ও'কনেল এবং খাজা নাফি।
বিডি প্রতিদিন/মুসা