আইপিএলের শেষদিকে এসে চমক দেখিয়ে ভারতের দ্রুততম সেঞ্চুরিয়ান উর্ভিল প্যাটেলকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ভানশ বেদির বদলি হিসেবে গুজরাটের এই ক্রিকেটারকে ৩০ লাখ রুপির ভিত্তিমূল্যে দলে নিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, ২৬ বছর বয়সী উর্ভিলের নাম আইপিএলের মেগা নিলামে ওঠেনি। অথচ পরবর্তীতে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স করে নজরে আসেন তিনি। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ত্রিপুরার বিপক্ষে ৩৫ বলে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি, যেখানে মাত্র ২৮ বলে শতক পূর্ণ করেন, যা ভারতের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
উর্ভিলের এই সেঞ্চুরির ইনিংস স্বীকৃত টি-টোয়েন্টিতে বিশ্বের দ্বিতীয় দ্রুততম। এর এক ম্যাচ পরই তিনি আরও একটি সেঞ্চুরি করেন উত্তরাখণ্ডের বিপক্ষে ৪১ বলে ১১৫ রান করে। টুর্নামেন্টের শেষ পর্যন্ত ৬ ম্যাচে ২২৯.৯২ স্ট্রাইক রেটে তিনি করেন ৩১৫ রান, যার মধ্যে ছিল সর্বোচ্চ ২৯টি ছক্কা।
২০২৩ সালে গুজরাট টাইটান্সে থাকলেও পরে দল থেকে বাদ পড়া উর্ভিল নিলামের পর থেকেই ধারাবাহিকভাবে ব্যাট হাতে আলো ছড়ান। রঞ্জি ট্রফিতেও ফেব্রুয়ারিতে সৌরাষ্ট্রের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৪০ রানের ইনিংস খেলেন।
চলতি আইপিএল মৌসুম ভালো যাচ্ছে না চেন্নাইয়ের জন্য। ১১ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে দলটি। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা চেন্নাইয়ের সামনে এখন আরও তিনটি ম্যাচ বাকি রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা