তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড দলকে ১৪৭ রানে অলআউট করে দেয় টাইগার বোলাররা। পরে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে মাত্র ৮৫ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ফেলে কিউইরা। শেষ দিকে ডিন ফক্সক্রফটের ৬৪ বলে ৭২ রানের ইনিংসে ১৪৭ রান সংগ্রহ করে কিউইরা। এছাড়া রাইস মারিউ করেন ৫১ বলে ৪২ রান। ম্যাচ শেষে অচেনা উইকেট নিয়ে কথা বলেছেন কিউই ক্রিকেটার ফক্সক্রফট।
সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফক্সক্রফট বলেন, ‘আগে কখনও সংবাদ সম্মেলনে আসা হয়নি। এই প্রথম ক্যামেরা আমার দিকে তাক করা। তবে সব মিলে খুব ভালো লাগছে। আমাদের জন্য বাংলাদেশ বেশ ভিন্ন একটা জায়গা। তবে ভালো লাগছে। উইকেট ভালোই ছিল। ভেবেছিলাম আগে ব্যাট করলে ভালো একটা রান দাঁড় করান যাবে।'
'দলের অনেকেই এই প্রথম বাংলাদেশে এলো। এই উইকেটে কীভাবে খেলতে হবে বুঝতে সময় লাগবে। প্রথম ম্যাচ পরিকল্পনামাফিক হয়নি। উইকেট বেশ বাউন্সি, স্কিড করছে বেশ। এত টার্ন নেই। নিউজিল্যান্ডে আরও বাউন্স থাকে, ঘাস থাকে। পরের ম্যাচে বোর্ডে ভালো রান রাখতে হবে।’
টাইগার পেসারদের প্রশংসা করে ফক্সক্রফট বলেন, ‘বাংলাদেশের পেসাররা আউটস্ট্যান্ডিং বল করেছে। তারা সবাই আগে বাংলাদেশের হয়ে খেলেছে। তাই কীভাবে তাদের মোকাবেলা করতে হব এসে প্রস্তুতি নিচ্ছি। অনেকেই অবশ্য তাদের বিপক্ষে আগে খেলেনি। পরের ম্যাচে আশা করি তাদের বিপক্ষে খেলতে একটু কম কঠিন হবে। তারা কোয়ালিটি বোলার।’
ফক্সক্রফট আরও বলেন, ‘উপমহাদেশের কন্ডিশন একটু ভিন্নই হয়, আর্দ্রতা বেশি, গরম বেশি। আমরা নিজেদের তরতাজা রাখার চেষ্টা করছি। প্রচুর পানি ও তরল খাবার খাচ্ছি। ম্যাচে তরতাজা হয়ে নামা জরুরী। আমরা এবার ভিন্ন গেম প্ল্যান সাজাব। তবে আমরা হাল ছাড়ব না। আশা করি শক্তভাবে ঘুরে দাঁড়াব। বাংলাদেশ খুব শক্তিশালী দল।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ