লেফট উইংয়ের দুর্বলতা কাটাতে নিকো উইলিয়ামসকে পেতে কী না করেছে বার্সেলোনা। লামিন ইয়ামাল ও পেদ্রিদের সঙ্গে বার্সার জার্সিতে খেলতে আগ্রহী ছিলেন নিকোও। কিন্তু শেষপর্যন্ত সবাইকে চমকে দিয়ে শেষ মুহূর্তে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে চুক্তি করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। এতে করে মার্কাস রাশফোর্ডকে দলে ভেড়ায় বার্সা।
গত তিন দশকে বার্সায় নাম লেখানো প্রথম কোনো ইংলিশ ফুটবলার রাশফোর্ড। কাতালান জার্সিতে ইংল্যান্ডের ফুটবলার হিসেবে তার আগে খেলে গেছেন গ্যারি লিনেকার। ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ব্লু গ্রানা জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন এই কিংবদন্তি।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় এসেছেন রাশফোর্ড। দুই পক্ষের মাঝে এক মৌসুমের জন্য চুক্তি হয়েছে। মৌসুম শেষে রাশফোর্ড পারফরম্যান্সে সন্তুষ্ট করতে পারলে স্থায়ী চুক্তি হতে পারে। সেজন্য বার্সেলোনার খরচ করতে হবে ৩৫ মিলিয়ন ইউরো। তবে রাশফোর্ডকে দলে নেওয়ার আগে বার্সেলোনার টার্গেট ছিল অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস।
স্প্যানিশ তারকা নিকোর পারফরম্যান্সে কাতালান ক্লাবটি মুগ্ধ ছিল। বিশেষ করে ইউরোতে গোল কিংবা অ্যাসিস্ট; দুই জায়গাতেই সমানতালে অবদান রেখে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি। লামিনে ইয়ামালের সঙ্গে তার রসায়ন ছিল চোখে পড়ার মতো।
নিকোর জন্য বিলবাওয়ের রিলিজ ক্লজ ৫৮ মিলিয়ন ইউরো পরিশোধ করতেও রাজি ছিল বার্সা। এ নিয়ে দু'পক্ষের মধ্যে বিস্তর আলোচনা হয়। আলোচনার মাঝপথে হুট করেই বিলবাওয়ের সঙ্গে ৮ বছরের লম্বা চুক্তি করে ফেলেন ২২ বছর বয়সী এ ফুটবলার।
এই বাঁকবদলের দায় নিকোর ভাই ইনাকি উইলিয়ামস দিয়েছেন বার্সার ওপর। দিন দুয়েক আগে তিনি বলেছিলেন, বার্সা বিলবাও ও তার ভাই নিকোর ওপর চাপ তৈরি করতে চেয়েছিল। ইনাকির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান গ্যাসপোর্ট টেনে এনেছেন অতীত ইতিহাস। সেই সঙ্গে রাশফোর্ডকে নিকোর চেয়ে ভালো বলেও মন্তব্য করেছেন তিনি।
গ্যাসপোর্ট ২০০০ সাল থেকে তিন বছর বার্সেলোনার প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলেন, প্রথমত, নিকোর চেয়ে রাশফোর্ড অনেক ভালো। ইনাকি (নিকোর ভাই) কী বলছে, তাতে আমার কিছু যায় আসে না। আমি বিলবাও থেকে অনেক খেলোয়াড় কিনেছি। এগুলো অতীত। এখন তাদের ক্ষোভের কারণ জানি না।
বিডি প্রতিদিন/কেএ