জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। টেস্ট বোলারদের সর্বশেষ র্যাঙ্কিং হালনাগাদে এক ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন তৃতীয় স্থানে, তার রেটিং পয়েন্ট এখন ৮৪৬। শীর্ষে থাকা ভারতের জাসপ্রিত বুমরাহ (৮৮৯) ও দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৮৫১)-এর ঠিক পেছনেই রয়েছেন ৩৩ বছর বয়সী এই কিউই তারকা।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টে আরও ৭ উইকেট দখল করেন হেনরি। ইনিংস ও ৩৫৯ রানে জয়ে সিরিজ সেরার পুরস্কারও পান তিনি।
অভিষেক টেস্টেই নজর কাড়েন আরেক কিউই পেসার জ্যাকারি ফোকস, যিনি ম্যাচে ৯ উইকেট নিয়ে উঠে এসেছেন ৬১তম স্থানে।
ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নিউজিল্যান্ডের তিন ব্যাটার রাচিন রাভিন্দ্রা, ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস। দ্বিতীয় টেস্টে তারা যথাক্রমে ১৬৫, ১৫৩ ও অপরাজিত ১৫০ রান করেন। এর সুবাদে র্যাঙ্কিংয়েও হয়েছে বড় উন্নতি। রাভিন্দ্রা ১৫ ধাপ এগিয়ে এখন ২৩তম, কনওয়ে ৭ ধাপ এগিয়ে ৩৭তম এবং নিকোলস ৬ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে। জিম্বাবুয়ের নিক ওয়েলচ ১১ ধাপ এগিয়ে ৯৮ নম্বরে।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন আগের মতোই ইংল্যান্ডের জো রুট। অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে ভারতের রাভিন্দ্রা জাদেজা।
বিডি প্রতিদিন/মুসা