ইকুয়েডরের কাছে হেরে দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব শেষ করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করায় এই হারে দলের ওপর তেমন একটা প্রভাব পড়বে না। এই হারকে ইতিবাচকভাবে দেখছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
বুধবার ভোরে গুয়াইয়াকিলে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ধাক্কা খায় আর্জেন্টিনা। ৩১তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডরকে এগিয়ে নেন এনার ভ্যালেন্সিয়া। আর সেই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।
মেসিকে বিশ্রাম দিয়ে শেষ ম্যাচে পাঁচটি পরিবর্তন এনেছিলেন স্কালোনি। কিন্তু তার পরিকল্পনা সফল হয়নি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আমরা জেতায় অভ্যস্ত, তবে কখনো কখনো তা হয় না। দ্বিতীয়ার্ধটা আমাদেরই ছিল, কিন্তু আরও কিছু করা যেত। লাল কার্ডের কারণে খেলাটা এলোমেলো হয়ে গিয়েছিল।
তিনি বলেন, আমি সবসময় ইতিবাচকভাবে ভাবি। কারণ দল চেষ্টা করে, নিজেদের উপায়ে লড়াই করে। এই দলটা পরিশ্রমী এবং চেষ্টার মধ্যে থাকে। তবে প্রতিপক্ষ ভালো খেললে মাঝে মাঝে কষ্ট পেতেই হয়।
সম্প্রতি চোট থেকে সেরে উঠেই নিজ ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে পড়েন লিওনেল মেসি। এরপর আর্জেন্টিনার হয়েও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলেন। সে কারণেই মেসিকে স্বাচ্ছন্দে রাখতে ইকুয়েডরের বিপক্ষে তাকে বিশ্রাম দেন স্কালোনি।
আর্জেন্টাইন কোচ বলেন, মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল কারণ সে ক্লান্ত ছিল এবং চোট সামলাচ্ছিল। ঝুঁকি নেওয়া যায়নি। আশা করি, সে ভালো আছে।
ইকুয়েডরের প্রশংসাও করেন স্কালোনি। তিনি বলেন যখন প্রতিপক্ষ ভালো খেলে, তখন মানিয়ে নিতে হয়। ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান দুর্দান্ত কাজ করেছে, তাকে অভিনন্দন জানাতেই হবে।
বিডি প্রতিদিন/কেএ