১৫ নভেম্বর, ২০২১ ০০:৩৯

আইপিএলে উপেক্ষিত হলেও বিশ্বকাপে সেরা ওয়ার্নার

অনলাইন ডেস্ক

আইপিএলে উপেক্ষিত হলেও বিশ্বকাপে সেরা ওয়ার্নার

নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতল অস্ট্রেলিয়া। ফাইনালে উঠেও আরও একটি স্বপ্নভঙ্গ কেইন উইলিয়ামসনদের।

দুবাইয়ে কিউইদের হারিয়ে টি-টোয়েন্টির সপ্তম আসরে এসে শিরোপা জয়ের স্বাদ পেল ওয়ানডেতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কিউইদের বধে অসামান্য অবদান রাখায় বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ডেভিড ওয়ার্নার।

যদিও বিশ্বকাপ শুরুর আগে রীতিমতো অফফর্মে ছিলেন অজিদের বাঁহাতি ওপেনার ওয়ার্নার। যে কারণে তাকে আইপিএলের মূল একাদশ থেকে ছুড়ে ফেলা হয়। এমনকি একটি ম্যাচে দলের সঙ্গে মাঠে না এনে, রেখে আসা হয় টিম হোটেলে।

সেই ওয়ার্নারই জাতীয় দলের জার্সিতে ধারাবাহিক উজ্জ্বল পারফরম্যান্সে জিতে নিয়েছেন বিশ্বকাপের সেরার পুরস্কার। অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে এ পুরস্কার জিতলেন তিনি।

ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৫৩ রানের ঝকঝকে ইনিংস। সবমিলিয়ে বিশ্বকাপের সাত ম্যাচ খেলে তিন ফিফটিতে ২৮৯ রান করেছেন ওয়ার্নার। যা এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান। টুর্নামেন্টে ওয়ার্নারের ব্যাটিং গড় ৪৮.১৬, স্ট্রাইক রেট ১৪৬.৭০।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর