নেট চলে গেছে তো কিছু করার নেই! বসে বসে বিরক্ত বোধ করছেন। ভাবছেন কি করবেন? আপনি এই সময় সহজেই ইন্টারনেট ব্যবহার না করেই গেম খেলতে পারেন। আপনার মনে প্রশ্ন উঠছে নিশ্চয় আবোল তাবোল সব ব্যাপার। ইন্টারনেট না থাকলে কীভাবে ইন্টারনেটে গেম খেলা যাবে?
কিন্তু এটাই সত্যি, আসল ব্যাপারটা একটু পরিষ্কার করে বলা যাক। গুগোল ক্রোম ব্রাউজারে নেট কানেকশান না থাকলে একটা ডায়নাসরের সাইন চলে আসে। ওই ডাইনাসরেরটা দিয়ে খেলা যাবে গেম।
অনেকটা ঠিক ছোটবেলায় খেলা মারিও গেমটার মত। মারিওতে যেমন লাফিয়ে লাফিয়ে যেতে হত এখানেও ঠিক তেমনি লাফিয়ে লাফিয়ে যেতে হবে ক্যাকটাস এবং পাখিদের উপর দিয়ে যতদূর জাওয়া যাবে তত বেশি পয়েন্ট।
কীভাবে শুরু করবেন এই গেম? নেট কানেকশান না থাকলে আপনার পিসির ব্রাউজারে এই ডাইনাসোর সিম্বল চলে আসবে। তখন কি বোর্ড এর আপ অ্যারো চেপে গেমটা শুরু করতে হবে। তারপর খেলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপ অ্যারো ব্যবহার করে লাফিয়ে লাফিয়ে নিয়ে যেতে হবে ডাইনাসোরটিকে।
বিডি প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ হিমেল-০৫