এই গরমে ঠান্ডা পানি শরীরে পরম তৃপ্তি আনে। কিন্তু লোডসেডিংয়ের কারনে পানি ঠান্ডা করাই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এবার বিদ্যুৎ ছাড়াই চলবে ফ্রিজ। আপনাকে দেবে ঠান্ডা পানি। সেই সাথে আবার শাক-সবজী, ফল-মূল প্রভৃতি ঠিক থাকার নিশ্চয়তা । এমনই একটি ফ্রিজ আবিষ্কার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।
এই ফ্রিজটি রাখতে আলাদা কোন জায়গার দরকার হবে না। আপনার ঘরের ফ্লোরের নিচে রাখা যাবে ফ্রিজটিকে। এই ফ্রিজটিতে আপনি নিজেই প্রবেশ করতে পারবেন। ওয়েল্টেভরি নামে একটি প্রতিষ্ঠান এই ফ্রিজটি আবিষ্কার করেছে। ফ্রিজটির নাম 'গ্রাউন্ডফ্রিজ'। এতে ব্যবহার করা হয়েছে খাবার বা পানি ঠান্ডা রাখার প্রাচীন পদ্ধতি। ফ্রিজটি বসাতে হবে ঘরের ফ্লোর থেকে তিন ফিট নিচে।
গ্রাউন্ডফ্রিজে সারা বছর সব কিছু ১০ ডিগ্রি তাপমাত্রায় থাকবে। সাধারণ ফ্রিজে নিজে প্রবেশ করার কোনো সুবিধা থাকে না। তবে এই ফ্রিজের ভেতর আপনি নিজেই প্রবেশ করতে পারবেন। ভিতরে প্রবেশ করার জন্য এই ফ্রিজে রাখা হয়েছে সিঁড়ি।
২০১৭ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রাউন্ডফ্রিজের বিক্রি শুরু হবে বলে আশা প্রকাশ করেছে ওয়েল্টেভরি নামের প্রতিষ্ঠানটি। তবে এই ফ্রিজটি মাংস রাখার জন্য একদম উপযুক্ত নয়।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৬/ হিমেল-০৯