প্রতিনিয়ত বাড়ছে গরম। পাল্লা দিয়ে বাড়ছে যানজট। এর মাঝে মোটা কাপড় চোপড় পরে থাকা বেশ কষ্টের ব্যাপার। গ্রীষ্মকালীন পোশাক পরেও গরম যখন সহ্য করা যায় না তখন গায়ের জামাটাই যদি এমন হয় যা দিতে পারে এসির মত ঠান্ডা, তবে কেমন হতো? সেটি বোঝার জন্য এখন কল্পনা শুরু করতে হবে না বা অপেক্ষা করেও বসে থাকতে হবে না।
জাপানের বিজ্ঞানীরা এমন এক জামা তৈরি করেছেন, যা এসির মতো শরীরকে ঠাণ্ডা রাখবে। কেননা জামাটির মধ্যেই রয়েছে এসির ব্যবস্থা। জাপানের কুশুফুকু সংস্থা এই এসি জ্যাকেট বানিয়েছে।
জাপানের কুশুফুকু কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট হিরোশি ইচিগায়া জানিয়েছেন, তারা সম্প্রতি একটি এয়ারকন্ডিশন জ্যাকেট আবিষ্কার করেছেন। জ্যাকেটটি ঘরে বা অফিস-আদালতে ব্যবহৃত এসির তুলনায় অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর। এটির মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে চালিত দুটি বৈদ্যুতিক পাখা রয়েছে।
প্রতি সেকেন্ডে জ্যাকেটটি ২০ লিটার পর্যন্ত বাতাস ভেতরে টেনে নিতে পারে। ওই বাতাস জ্যাকেটটির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ঘাড়ের কলার ও হাতের আস্তিন দিয়ে বেরিয়ে যাবে। এ প্রক্রিয়াতে জ্যাকেট পরিধানকারী ব্যক্তির গোটা শরীরে বয়ে যাবে ঠাণ্ডা বাতাস।
জ্যাকেটটির ওজন ১ কেজিরও কম। একটি এয়ারকন্ডিশন চালাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তার ৫০ ভাগের এক ভাগ খরচ হবে এই এসি জ্যাকেটটিতে। ১০টি ভিন্ন স্টাইলে এই জ্যাকেটটি পাওয়া যায়। এই জ্যাকেট দিয়ে তাপমাত্রা ১০ ডিগ্রিতে নামিয়ে আনা সম্ভব। ইতোমধ্যে ভারতেও পাওয়া যাচ্ছে এই জ্যাকেট। জ্যাকেটটির মূল্য ১২০ ডলার।
বিডি প্রতিদিন/ ২৪ মে ২০১৬/ হিমেল-১১