ফেসবুক নয়, মার্কিন তরুণদের কাছে ইনস্টাগ্রাম আর মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটই বেশি জনপ্রিয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনওআরসি সেন্টার ফর পাবলিক রিসার্চ এবং সংবাদ সংস্থা এপি যৌথভাবে চালানো এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপের ফলাফলে দেখা গেছে, ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে ৭৬ শতাংশের সবচেয়ে জনপ্রিয় ইনস্টাগ্রাম। আর ৭৫ শতাংশ স্ন্যাপচ্যাট ব্যবহার করতে পছন্দ করে। আর মাত্র ৬৬ শতাংশ মার্কিন কিশোর ফেসবুক ব্যবহার করতে ভালোবাসে।
জরিপে আরও দেখা গেছে, ৯১ শতাংশ মার্কিন কিশোর মোবাইলে নিয়মিত টেক্সট ম্যাসেজিং আদান-প্রদান করতে পছন্দ করে। ৪০ শতাংশ নিজেদের স্মার্টফোনে কিক, হোয়াটসঅ্যাপ কিংবা লাইনের মত মেসেজিং অ্যাপ ব্যবহার করে। ৪৭ শতাংশ মার্কিন কিশোর টুইটারে সক্রিয় এবং ৩০ শতাংশের টাম্বলার ও লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে।
উল্লেখ্য, ২০১৫ সালে পিউ রিসার্চ সেন্টার এর করা জরিপে এই সংখ্যা ছিল ৭১ শতাংশ।
সূত্র: বিজিআর
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ